• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক পাওয়ায় বক্তার খানকে সংবর্ধনা

কে এম রুবেল, ফরিদপুর

কৃষিতে অসামান্য অবদান রাখায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার পিঁয়াজ বীজ চাষী বক্তার হোসেন খানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ প্রদান করায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ইউসিবিএল ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে বক্তার হোসেন খানকে এ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংক কর্মকতার্রা বক্তার হোসেন খানকে উদ্দ্যেশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ পাওয়ায় ফরিদপুরবাসীর পাশাপাশি ইউসিবি কতৃপক্ষও গর্বিত। দেশের অর্থনীতিতে আপনার অবদান স্মরনীয় হয়ে থাকবে। আগামী দিনের পথচলায় এবং কৃষিপণ্য উৎপাদনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আপনার পাশে থাকবে। বঙ্গবন্ধু কৃষিপদক পাওয়া কৃষক বক্তার হোসেন খান বলেন, কৃষিকে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার বিষয়টি আমার একার কোন কৃতিত্ব নয়, এটি ফরিদপুরবাসীর কৃতিত্ব। ফরিদপুরের জন্য সম্মান এনে দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি বলেন, ফরিদপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আমাকে উৎসাহ যুগিয়েছে। ফলে পিঁয়াজ বীজ উৎপাদনে দেশের সেরা চাষী হিসাবে বিবেচিত হতে পেরেছি। সংবর্ধনা অনুষ্ঠানে ইউসিবিএল ফরিদপুর অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।