হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার হরিসভা এলাকা থেকে ওই ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শহরের দক্ষিণ টেপাখোলা হরিসভা এলাকার মৃত নরেন্দ্র সাহার ছেলে ভুম্বুল সাহা (৬০), চরপশ্চিম টেপাখোলা পালডাঙ্গী এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে হাসিব মন্ডল (২৮), উত্তর টেপাখোলা এলাকার আজাদ মিয়ার ছেলে সুজন মিয়া (২৭), একই এলাকার মৃত আবুল খায়ের মোল্যার ছেলে ফাইজুর রহমান ওরফে জুয়েল (৪০) ও আঃ মালেক ফকিরের ছেলে ফকির মো. শামীম (৪৪)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ৩’শ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানায় আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।