আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ড মিঠাপুর চরপাড়া চৌরাস্তায় আজ ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুরুষ ও মহিলা দল কর্তৃক আয়োজিত কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। ( ইউনিয়নঃ আলফাডাঙ্গা,ফরিদপূর ) বাংলাদেশ ডায়াবেটিস সমিতি-সেন্টার ফর হেলথ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন (বাডাস-সিএইচআরআই ) এর সহযোগিতায় মোঃ মোকসেদ মোল্লার সভাপতিত্বে ডায়াবেটিস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে করণীয় শীর্ষক আলোচনায়
প্রধান অথিতি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌরসভার সুযোগ্য পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাবুল ইসলাম, মোঃ আবু মোল্লা, ইন্টারভেশান ম্যানেজার তাসলিম নাহার, জেলা ব্যাবস্থাপক মোঃ গোলাম আজম ও আফরোজ বেগম প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত সকল কে ডায়াবেটিস প্রতিরোধ ও করনীয় বিষয়ের উপর গুরুতারোপ করে ধুমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, শাক ও শবজিজাত জাতীয় খাদ্যভ্যাস,শারিরীক ব্যায়াম সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।
আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।