• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত। পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে মারা গেলেন পিতাও

মোঃ রমজান তয় সিকদার ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/৯/২০২৪
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই শরিফুল ইসলাম (৪৪) মারা গেছেন। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ান উপজেলার সাতাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের পুত্র। পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এমন সংবাদ শুনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পিতা নজরুল ইসলাম সন্ধ্যায় সেও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন আশিকুজ্জামান জানান, পুলিশের এসআই শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত ছিলেন। পিতার অসুস্থতার সংবাদ শুনে বিকালে ৫ দিনের ছুটি নিয়ে নিজ মোটরসাইকেল যোগে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে গ্রামের নতুন বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার উপজেলার কুসুমদিয়া গ্ৰামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ভাঙ্গার বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রেহানা পারভীন তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী শিবচর হাইওয়ে থানাকে খবর দিলে আমরা ঘটনাস্থলসহ হাসপাতালে পৌঁছে লাশ গ্ৰহন করে তার পরিবারের লোকজনকে খবর দেই। তারা ভাঙ্গা হাসপাতালে আসলে আইনি পরীক্ষা সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।