মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে কোভিড পরবর্তী স্বাস্থ্যঝুকি, প্রতিকার ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় উপজেলা পরিবার পরিকল্পনার বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ হোসেন, ডাঃ মাসেকা নওরিন, প্রকল্প কর্মকর্তা আব্দুর রব প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।