সাভারে দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ আটক ১
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ সাকিব খান (২৩) নামের এক যুবককে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার (১৮ জুলাই ) আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত – সাকিব খাঁন পাবনা জেলার আমিনপুর থানার দাঁতিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল হান্নান ওরফে টিপু মাস্টারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির পুলিশ পরিদর্শক আবুল বাসারের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক আব্দুল গনি জানান, আটকের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।