চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস. ডাঙ্গী গ্রামের রবি টাওয়ার মোড় হইতে জেলাখানা পর্যন্ত সরকারি পাকা রাস্তার প্রায় ৮ ফুট জায়গা জুড়ে বসতবাড়ীর দেয়াল প্রাচীর নির্মান করা হচ্ছে বলে অভিযোগ করে চলেছেন এলাকাবাসী। উক্ত গ্রামের মৃত চাঁন মোল্যার ছেলে বাবুল মোল্যা (৫৮) তার বাড়ীর সীমানা প্রাচীর নির্মান করতে যেয়ে ২০ ফুট চওড়া রাস্তার প্রায় ৮ ফুট জায়গা দখল করেছেন বলে অভিযোগ। এতে জনাকীর্ণ রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে যান চলাচল ব্যাহত হওয়া সহ ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রবিবার রাস্তার জমিতে দেয়াল প্রাচীর নির্মান কাজ বন্ধের দাবীতে প্রায় অর্ধশত গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসারের কাছে পেশ করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, “ রাস্তার জমি পরিমাপ করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে”।
আর রাস্তার জমি দখলের ব্যাপারে বাড়ীর মালিক বাবুল মোল্যাকে জিজ্ঞেস রলে তিনি জানান, “ আমার বাড়ীর সামনে দিয়ে চলমান পাকা রাস্তাটি যদি ২০ ফুট চওড়া থাকে তাহলে আমাদের সবার জন্য খুবই ভালো হয়। তাই সংশ্লিষ্ট প্রশাসন জরিপ করে অন্যান্য বসতবাড়ীর দেয়াল ভেঙে রাস্তা উন্মুক্ত করলে একই সাথে আমি আমার দেয়াল প্রাচীর ভেঙে দিবো”।
একই দিন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ ফজলুর রহমান খান জানান, “ এলাকাবাসী আমাকে রাস্তা জুড়ে দেয়াল প্রাচীর নির্মানের বিষয়টি জানানোর পর আমি সরেজমিনে গিয়ে দেখেছি এবং বাবুল মোল্যাকে রাস্তার জমি ছেড়ে দিতে বলেছি। কিন্ত দখলদার বাড়ীর মালিক আমার কথা রাখে নাই”।
অভিযোগ পত্রে প্রকাশ, উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের রবি টাওয়ার মোড়ে মসজিদ হইতে উপজেলা জেলখানা সড়ক পর্যন্ত সরকারি পাকা রাস্তাটি বিস্তৃত। রাস্তাটি হাল দিয়ারা জরিপের মানচিত্রে ২০ ফুট চওড়া রয়েছে। কিন্ত রাস্তা ঘেষে বসতি বাবুল মোল্যা সহ কিছু পরিবার রাস্তার জমি দখল করে বসত বাড়ীর পাকা সীমানা প্রাচীর নির্মান করে চলেছে। এতে রাস্তাটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়া সহ জনভোগান্তি বেড়েই বাড়ছে। তাই রাস্তাটি দখলমুক্ত করতে এলাকাবাসী দাবী জানিয়েছে।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-১৯/০১/২০২৫খ্রি.