দিনাজপুরের বিরল উপজেলার সড়কে ধান ও খড় শুকাতে দিলে বৃষ্টির পানিতে খড় ভিজে যায় এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় কবলে পারে যায় একটি এ্যাম্বুলেন্স। ড্রাইভারের দক্ষতার ফলে এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং অল্পের জন্য বেঁচে যায়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বৃষ্টির পর দিনাজপুরের সদর-বিরল সড়কের বিরল হাসপাতাল সংলগ্ন সেতুর ধারে এই দূর্ঘটনাটি ঘটে। তবে এ্যাম্বুলেন্সটিতে কোন রোগী বা যাত্রী ছিল না
সড়কে যানবাহন কম থাকায় মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করেন মহান সৃষ্টিকর্তা। পরে স্থানীয়দের সহায়তায় এ্যাম্বুলেন্সটি পূণরায় সড়কে তোলা হয়।
বিশেষ সুত্রে জানা যায়, বিগত বছর থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় সড়কে ধান ও খড় শুকানো হতে বিরতে রাখায় দূর্ঘটনা অনেকটা কম ছিল।
এ বছর করোনা পরিস্থিতি নিয়ে সবাই সচেতনতা বৃদ্ধিতে ব্যস্ত থাকায় গত সপ্তাহ হতে সড়কে যত্রতত্র ধান মাড়াই, বাছাই ও শুকানো কাজ শুরু হয়েছে পুরোদমে।
এখনই এ বিষয়ে সচেতন করে তুলতে না পারলে মারাত্মক দূর্ঘটনা ও ক্ষয়ক্ষতির আশংকা করছে সচেতনমহল।