• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় ভারতে চতুর্থ মৃত্যু

ছবি- প্রতিকী

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি সম্প্রতি জার্মানি এবং ইতালিতে গিয়েছিলেন। খবর আনন্দ বাজার পত্রিকার

বুধবার হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হলেও আজ বৃহস্পতিবার তার করোনা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। মৃত্যুবরণ করা ব্যক্তি পাঞ্জাবের বাসিন্দা। পাঞ্জাবের নওয়শহরের হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭২ বছর।

আনন্দ বাজার জানিয়েছে, ‘এই রিপোর্ট আসার পরেই চরম সতর্কতা জারি হয়েছে পঞ্জাবে। ওই বৃদ্ধের বাড়ি জলন্ধরের বড়া পিন্ড গ্রামে। ওই গ্রামের ২০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। ঘরবন্দি থাকতে বলা হয়েছে এলাকাবাসীকে।

ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে যে চিকিৎসক ছিলেন, তাঁকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি কাল শুক্রবার থেকে রাজ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে গণ পরিবহণ। আজ (১৯ মার্চ) মধ্যরাতের পর থেকেই রাস্তায় বাস, অটো-সহ সমস্ত যাত্রীবাহী পরিবহণ নিষিদ্ধ হচ্ছে গোটা রাজ্যেই।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।