পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পিয়ারপুর গোয়ালকান্দি গ্রামে ওসি ডিবি সুনীল কর্মকারের নেতৃত্বে এস.আই. মোঃ শাহিনুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইমন পাট্টাদার (২২) ও ইমরান শেখ (১৯)-কে আটক করে। তাদের দেওয়া তথ্য মতে, বাড়ীর খড়ের পালার নিচ থেকে ৫০০ বোতল ফেনসিডিল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।