ঠাকুরগাঁও: স্বাস্থ্যখাতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর অপসরণ, স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা।
রোববার দুপুর ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পজেটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো:আলী আকবর হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন পজেটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য রবি অধিকারী, জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য মেহেদী হাসান। উক্ত মানববন্ধনে বক্তারা স্বাস্থ্যখাতে ব্যর্থতা দুর্নীতিকারী চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।