নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুর জেলায় “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম” এর আওতায় বাস্তবায়নাধীন (ISA) লিড এনজিও এসো জাতি গড়ি (এজাগ) এর আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় একটি “বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৯ অক্টোবর, ২০২২ তারিখ দুপুর ১.৩০মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার শুভ উদ্বোধন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মু. নুরুজ্জামান শরীফ এনডিসি, যুগ্মসচিব।
অনুষ্ঠিত বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপপরিচালক (পরিকল্পনা, মনিটরিং ও মূল্যায়ন) জনাব মোহাম্মদ রুকুনুদ্দীন সরকার, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক জনাব নিখিল চন্দ্র কর্মকার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান।
বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভায় ফরিদপুর জেলার ৬(ছয়)টি উপজেলা (ফরিদপুর সদর, মধুখালী, সালথা, আলফাডাঙ্গা, ভাংগা, সদরপুর) ও ১(এক)টি পৌরসভা (ফরিদপুর পৌরসভা) এর বাস্তবায়নাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অগ্রগতি ও বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপন করেন ফরিদপুর জেলার লিড এনজিও এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, উপজেলা সমূহের বাস্তবায়ন সহযোগী সংস্থা যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রেজাউল করিম মোল্লা, ডেভেলপমেন্ট এফর্টস ফর পভার্টি অ্যালীভিয়েশন (ডিপা)’র নির্বাহী পরিচালক মোহাম্মদ ফজলুল হক,পল্লী মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রীনা বিশ্বাস,সোসাইটি ফর পার্টিসিপ্যাটরি ইকোনমিক স্যোশাল ডেভেলাপমেন্ট (স্পীড বাংলাদেশ) এর নির্বাহী পরিচালক মনোজ দেব, উপব্যাবস্থাপক পরিবীক্ষণ, রওবক ফারিয়া ও জেলা প্রোগ্রাম ম্যানেজার, সাইফুল ইসলাম প্রমুখ।