করোনায় আক্রান্ত মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিগত ২৯ এপ্রিল রিপোর্টে তার করোনা পজিটিভ আসলে ২৯ তারিখ থেকেই তাকে আইসলোশনে রাখা হয়। উনার পরপর দুইবার ফলোআপ রিপোর্টে নেগেটিভ আসে। সোমবার (১৮ মে) রাতে ঢাকা থেকে মনিরুজ্জামানে দ্বিতীয় রিপোর্ট নেগেটিভের আসে। ২০ দিন পর আজ মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থথ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান কে করোনা ভাইরাস (কোভিড১৯) মুক্ত হিসেবে ছাড়পত্র দিয়েছন। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন মহোদয় উনাকে ছাড়পত্র প্রদান করেন । ছাড়পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাদিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ রুজি আফরোজ মেডিকেল অফিসার, মনি বেগম, রোহিলা আক্তার , সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।