১৯/০৯/২০২০, শনিবার, ফরিদপুর :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সহ করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ১৯/০৯/২০২০ শনিবার বাদ আছর ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম জিন্না, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লিগের সদস্য আবু নাঈম, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদুর রহমান শাহিদ, ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মতিউর রহমান শামীম, ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও রুকসু’র সাবেক জিএস তামজীদুর রশিদ চৌধুরী রিয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ শাহিনুজ্জামান বাবর, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম, মোঃ শেখ শাহিন, এ্যাডভোকেট অলোকেশ রায়, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সুমন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মুকিত হায়দার মুবিন, মোঃ শাখাওয়াত হোসেন সাকু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একেএম আরমান সুখ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক আহমেদ সাবিদ, কোতয়ালী থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, শহর শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ,টি,এম জামিল তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম সহ স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখা, কোতয়ালী থানা শাখা, শহর শাখা,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন চক বাজার মসজিদের পেশ ইমাম মুফতি এনামুল হক।