• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
সালথার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এরশাদ র‍্যাবের হাতে গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এরশাদ মাতুব্বর (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এরশাদকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরশাদ শেখ ফরিদপুরের সালথার গৌড়দিয়া এলাকার নবাব মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলাসহ মোট ০৩টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি এরশাদ শেখকে গ্রেপ্তার করা হয়। এরশাদ দীর্ঘ ০৯ বছর যাবৎ পলাতক ছিলেন।

লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এলাকায় একটি হত্যাকান্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানান এ কোম্পানি কমান্ডার।

১৯ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।