ফরিদপুরের সালথা উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪ জন নতুন করে (কভিট ১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৯শে জুন শুক্রবার সন্ধা ৬টা পর্যন্ত মোট আক্রান্ত ৫১ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, গট্টি ইউনিয়নের কানাইর গ্রামের ৫২ বছর বয়সি একজন ও গট্টি গ্রামের ২৬ বছর বয়সি একজন, সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ৫৫ বছর বয়সি একজন ও রামদিয়া গ্রামের ১৪ বছর বয়সি ১ জনের করোনা ভাইরাস (কভিট ১৯) পজিটিভ এসেছে। আক্রান্ত সকলেই পুরুষ বলে যানা গেছে। নতুন করে একই পরিবারের ৩ জন সুস্থ হয়েছেন মোট সুস্থ হয়েছে ৮ জন।
এ পর্যন্ত উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৩ টি, ফলাফল পাওয়া গেছে ২৮৩ টির আর অপেক্ষমান রয়েছে ১০ টির। পজিটিভ ফলাফল পাওয়া গেছে ৫১ টির।
৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং ৪৩ জন আইসোলেশনে রয়েছেন। ৪৩ জনই হোম আইসোলেশনে আছেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। করোনা ভাইরাস মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন। যদি কেউ করোনা উপসর্গ নিয়ে অসুস্থবোধ করেন তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরে হট লাইনে যোগাযোগ করবেন। এখনই যদি সচেতন না হই তাহলে উপজেলায় করোনা ভয়াবহ রুপ নিতে পারে। করোনা আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি মানবিক আচরন করার অনেুরোধ করছি।