কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় অসুস্থ বাবাকে দেখার জন্য বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যের নিহত হয়েছে। এদিকে ছেলের নিহতের খবর শুনে তিনঘণ্টা পর অসুস্থ বাবার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার কুসুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে বাবা নজরুল ইসলামের (৮০) মৃত্যু হয়। এরআগে ছেলে শরিফুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই)। বৃদ্ধ নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন ছেলে শরিফুল ইসলাম। ছেলের নিহত খবর শুনে তিনঘণ্টা পর বৃদ্ধ বাবা নজরুল ইসলামও মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর এনায়েত হোসেন জানান, ‘পুলিশ সদস্য শরিফুল ইসলামের নিহতের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা মরদেহ আনতে গিয়েছেন। এদিকে ছেলের নিহতের তিনঘণ্টা পর তার অসুস্থ বাবার-মৃত্যু হয়েছে।
বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
কবির হোসেন
তারিখ ১৯.৯.২৪