• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় আলোচিত প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কেন্দ্র করে পৃথকভাবে দুটি মামলা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার স্বপ্ননগরে আলোচিত প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত কেন্দ্র করে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ শে সেপ্টেম্বর) আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উপজেলার চরডাঙ্গা এলাকার সামিউল ইসলাম অপিসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আহত হাফিজুর রহমানের বাবা উপজেলার গোপালপুর গ্রামের মফিদুল শেখ বাদী হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে আসিফ খান, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম ও শাকিব খান নামে স্থানীয় চার যুবক মধুমতি নদীতে গোসল করতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বপ্ননগর এলাকায় স্বপ্ন কানন নামে একটি কফি হাউজে আড্ডারত অপরিচিত ৭-৮ জন যুবকের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অপরিচিত ওই যুবকদের মধ্য থেকে একজন কোমর থেকে পিস্তল বের করে স্থানীয় ওই যুবকদের লক্ষ্য করে গুলি করলে হাফিজুর রহমানের মাথার বামপাশে ও খাইরুল ইসলামের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মোল্যা জানান, ঘটনাস্থল থেকে ৭.৬৫ কেএফ রিভলবারের ফায়ারকৃত তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, বুধবার হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে থানায় দুইটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া সামিউল ইসলাম অপিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

কবীর হোসেন
১৯সেপ্টেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।