কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপিনাথপুর পাগলা গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে রাজা আলী ও মিকরাইল বাড়িতে হামলা চালিয়েছেন প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন মিকরাইল নামের ১ জন।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১.৩০ ঘটনার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,গোপিনাথপুর গ্রামের রাজা আলী, মিকরাইল সাথে সন্রাসী হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বেলা ১১.৩০ টার সময়ে হামিদের ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাজা আলী ও মিকরাইলের বাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির জানালা দরজা ও রান্না ঘর ভেঙে ফেলে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীদের মারধরে রাজা পরিবারের ১জন আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মিরপুর ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিগনের কাজ থেকে জানা গেছে হামিদ চিলোজাসদ গনবাহিনীর একজন সক্রিয় সন্রাসী সেখান থেকে বাচার জন্য বের হয়ে, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছে। ইউনিয়নের নেতা হয়ে নিজে অস্ত্র নিয়ে আব্দুল হামিদ সহ তার সন্রাসী বাহিনী এভাবেই সাধারণ লোকজনের ওপর বাড়িতে যেয়ে অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে,অন্যায় ভাবে খেটে খাওয়া লোকজনের ওপর হামলা, ভাংচুর করে। এই হামিদ বাহিনীকে দেখার কেউ নেই বলার কেউ নেই সবাই তার তান্ডব লীলার কাছে চুপ,যেই কথা বলবে তাদের বাড়িতে যেয়ে এমন তান্ডবলীলা চালাই।
এ ব্যাপারে মিরপুর থানায় রাজু আহাম্মেদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।