ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতের আদেশ অমান্য করে এফিডেভিটের মাধ্যমে বাল্য বিয়ে করার অপরাধে কনেকে ৫ হাজার টাকা জরিমানা ও বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের মহম্মদ আলী বিশ্বাসের ছেলে রাসেল (২১) বিশ্বাসের সাথে রবিবার একই উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের আক্তার বিশ্বাসের মেয়ে রাবিনার (১৪) বিয়ের দিন ধার্য ছিল ।
গত রবিবার বিকেলে মুজুরদিয়া গ্রামে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাঁর অফিসের স্টাফ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
পরে আদালতের আদেশ অমান্য করে ছেলে-মেয়েকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে দেয় দুই পরিবার। বিয়ের পর গতকাল সোমবার দুপুরে ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরের বাড়িতে উপস্থিত হয়ে কনেকে বাল্য বিয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় বর রাসেলকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর (১) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, আদালতের নির্দেশ অমান্য করে বাল্য বিয়ের অপরাধে কনেকে ৫ হাজার টাকা জরিমানা এবং বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।