‘কাবো দা রোকা’ বা ‘কেপ রোকা’। ‘ইউরোপের শেষ প্রান্ত’ নামে পরিচিত আটলান্টিক পাড়ের এই দর্শনীয় স্থানটি অসংখ্য ভ্রমণপিয়াসিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাগর আর পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের পর্যটক।
সাগর আর আকাশ যেখানে মিলেমিশে একাকার, নীল জলরাশিতে সূর্যের কিরণ সে সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। অন্যপাশে সুউচ্চ সবুজ পাহাড় যেন দিচ্ছে স্বর্গের হাতছানি। চমৎকার রৌদ্রজ্বল আবহাওয়ায় এমন সৌন্দর্য উপভোগ করতে ‘ইউরোপের শেষ প্রান্ত’ নামে পরিচিত ‘কাবো দা রোকা’ মুখর পর্যটকদের পদচারণায়।
রাজধানী লিসবন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগর ঘেঁষা ১শ ৪০’ মিটার পাহাড়ের উপর অবস্থিত দৃষ্টিনন্দন ঐতিহাসিক বাতিঘর দেখতে এখানে ছুটে আসেন পর্যটকরা।
স্থানটির সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও।
তারা জানান, জায়গাটা খুব সুন্দর। একপাশে আটলান্টিক। অপরপাশে পাহাড়। পর্যটকদের জন্য খুবই সুন্দর জায়গা।
‘এখানে শুধু যে স্থানীয়রা বা এখানকার প্রবাসী বাংলাদেশিরা আসে তা না, বিভিন্ন দেশের যারা সুযোগ পেলে ইউরোপ ভ্রমণ করে তারাও পর্তুগালে ঘুরতে এসে এ জায়গাটা বাদ দেয় না।
পর্তুগিজ কবি লুইস কামেসের ভাষায় এটি সেই জায়গা যেখানে ভূমির শেষ এবং সমুদ্র শুরু। এপারে ইউরোপ, ওপারে আমেরিকা।