করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলার প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) ঢাকা ও ময়মনসিংহের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বরাবরের মতো শুরুতেই সূচনা বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
আজকে ঢাকা বিভাগের যে সব জেলা সংযুক্ত রয়েছে- কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা। এছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোও ভিডিও কনফারেন্সে সংযুক্ত রয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল ঢাকা বিভাগের ৯ জেলার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথ বলেন তিনি। সেখানে তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন।