ভাঙ্গায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২০/০২//২৩
ফরিদপুর-বরিশাল মহাসড়কে চুমরদী বাসষ্ট্যান্ডে রোববার গভীর রাতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক(২৫) মারা গেছে। সোমবার সকাল পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানায়, অজ্ঞাত যুবক রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি গভীর রাতে তাই ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তদন্ত করে ঘাতক বাসটি আটক সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।