• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানায় সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে
মঙ্গলবার সন্ধ্যায়
স্থানীয় তাম্বুলখানা বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মাঈন উদ্দিন মানু,
যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস,
দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক ,
জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। এ সময় এলাকার ‌ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন- ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এখানে ধর্মীয় উগ্রবাদের কোন স্থান নেই। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের পক্ষেই প্রতিমা ভাঙচুরের মতন ঘৃণিত কাজ করা সম্ভব। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আওয়ামীলীগ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা রাজারের তাম্বুলখানা সার্বজনীন দূর্গা মন্দিরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নব নির্মিত গনেশ মূর্তির মাথা এবং দূর্গা প্রতিমার হাত ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন নেতৃবৃন্দকে অবহিত করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।