• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ায় সাংবাদিকের নামে করোনা মহামারীতেও চাঁদাবাজি মামলা!

এপ্রিল ২০- ২০২০,নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় এক সাংবাদিকের নামের চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। কুষ্টিয়া পৌর সভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজি মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে দৈনিক গণকন্ঠ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি শাহিন রেজাকে।

গত শুক্রবার সন্ধ্যায় শহরের চৌড়হাস এলাকায় একটি অটো গ্যারেজে ৮০ বস্তা চাল দেখে স্থানীয় জনতা প্রশাসনকে অবহিত করেন। ঘটনাস্থলে গিয়ে কুষ্টিয়া সদর নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী গ্যারেজের রুমটি তালা মেরে দেন। ওই ঘটনায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরকে ঘিরে স্যোসাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে।

সাংবাদিক শাহিন রেজাও তার ফেসবুক পেজে বিষয়টি নিয়ে লেখালেখি করে। এরপর ওই পৌর কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে শাহিন রেজার নামে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

রবিবার যে সময় শাহিন রেজার নামে থানায় মামলা দায়ের হয় সেই সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত করোনা পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন। ওই সংবাদ সম্মেলনে শাহিন রেজাও উপস্থিত ছিলেন। এই করোনা পরিস্থিতিতে একজন সাংবাদিকের নামের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ব্যাপারে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার সহকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।