• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বিনামূল্যে বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন সবজি বীজ ও ফলের চারা কৃষকের মাঝে বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীমহোদয়ের অনুপ্রেরণায় ও মহাপরিচালক, বারি এর
পরিচালনায় করোনা ভাইরাস জনিত রোগের দূর্যোগকালীন সময়ে জমির সর্বোচ্চ ব্যবহারের নিমিত্তে সরেজমিন গবেষণা বিভাগ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ফরিদপুরের উদ্যোগে ১৮ মে সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু-ফুরসা এলাকায় বারি উদ্ভাবিত ১৫টি জাতের গ্রীষ্মকালীন সবজি (যেমন: বারি ঢ়েড়শ-২, বারি সীম-৭, বারি মরিচ-২, বারি টমাটো সহ বিভিন্ন বীজ ও পেঁপের চারা ৬০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. সেলিম আহম্মেদকে সহযোগিতা করেন অত্র দপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা রুহুল কুদ্দুস ও বৈজ্ঞানিক সহকারীবৃন্দ । সরেজমিন গবেষণা বিভাগ,বারি, ফরিদপুরের ভারপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. সেলিম আহম্মেদ বিতরণে অংশগ্রহনকালে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের সবজি চাহিদা মেটাতে বসতবাড়ীর পতিত জায়গাগুলো সবজি উৎপাদনের আওতায় এনে সবজি উৎপাদন বৃদ্ধি করা যায়। যাতে কৃষক তার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে উপকৃত হতে পারে। ফরিদপুরে করোনা পরবর্তী দূর্যোগ মোকাবেলা ও বসতবাড়ীর পতিত জায়গাগুলোতে সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষি বান্ধব সরকারের সময় উপযোগী এই পদক্ষেপকে কৃষক কৃষাণী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।