মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বুধবার সকাল ১০ টায় নগরকান্দা-ঢাকা বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌর সভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, প্রশান্তি পরিবহনের চেয়ারম্যান মোখলেছুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ কে এম সাইয়েদুর রহমান বাবলু। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই এসি বাসটি যাত্রী পরিপূর্ণ হয়ে যায়।
উদ্বোধনী দিনে সকাল ১০ টার পরে ছাড়লেও আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ৭ টায় এবং বিকাল ৫ টায় নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকার গুলিস্তান থেকে সকাল ১০ টায় এবং বিকাল সাড়ে ৫ টায় নগরকান্দার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এদিকে বিআরটিসি বাস পদ্মাসেতু হয়ে ঢাকায় চলাচলে নগরকান্দা বাসির মধ্যে আনন্দ বিরাজ করছে।
২০ জুলাই ২০২২