• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
নগরকান্দার করোনা টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ছবি সংযুক্তঃ (নগরকান্দায় টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।)

শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে চলছে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম।
২০ ফেব্রুয়ারি রোববার সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা পরিষদ ভবন কেন্দ্রে টিকার কার্যক্রম শুরু হয়। টিকা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিলো না, সকাল থেকেই টিকা কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।
এতে টিকা কেন্দ্র সহ এর আশপাশ এলাকায় চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়। ভিড় ঠেলে টিকা নিতে গিয়ে শিক্ষার্থীদের পড়তে হয় চরম বেকায়দায়। একদিনে অনেক বেশী শিক্ষার্থীকে টিকা কেন্দ্রে নেওয়ার কারনে দূরুত্ব বজায় রাখাতো দূরের কথা, ধাক্কা-ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী।
টিকা কেন্দ্রে আসা শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় ডোজ টিকা না নিলে, বিদ্যালয়ে যাওয়া যাবে না। এজন্য দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে শিক্ষার্থীরা ভিড় করছে। তবে টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে কোনো নিয়ম নীতি না থাকায়, শিক্ষার্থীরা করোনা সংক্রমণের ঝুঁকি পড়ছে।
টিকা কেন্দ্রে আসা অভিভাবকরা, একাধিক কেন্দ্র করা হলে শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে টিকা নিতে পারতো। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের যে টিকা দেয়া হচ্ছে, এর জন্য এসি রুম প্রয়োজন হয়। নগরকান্দা উপজেলা পরিষদ ভবনে এসি রুম থাকায় সেখানে করোনা টিকা দেয়া হচ্ছে। নগরকান্দায় শুধু একটি কেন্দ্র হওয়ায়, কিছুটা ভিড় হচ্ছে।

শফিকুল খান জনি
২০ ফেব্রুয়ারি ২০২২।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।