• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান বিষয়ে প্রেসব্রিফিং

ফরিদপুর জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে তৃতীয় পর্যায়ে সারা দেশে গৃহহীনদের মাঝে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্থান্তর এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। প্রেসব্রিফিং এ জানানো হয় আগামী একুশে জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট ২৬ হাজার ২শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২ শতাংশ খাস জমির কবুলিয়ত, নামজারির খতিয়ান, ডিসিআর ও সনদসহ মোট ১০০ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদান করা হবে। এর মধ্যে ২৫ টি খলিলপুরে, ২ টি চর কৃষ্ণপুরে, ৪৪ টি হাটগোবিন্দপুরে, ৩ টি চক ভবানীপুরে, ১৪ টি চতরে, ১০ টি রায়কালি খাসকান্দি ও ২ টি তুলাগ্রামে প্রদান করা হবে। একই সাথে সরকারের নির্দেশনানুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপকার ভোগীদের জন্য বিদ্যুৎ ও সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে। প্রেসব্রিফিং এ আরো বলা হয় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধিনে তৃতীয় পর্যায়ে মোট ২৬৬ টি ঘর বরাদ্দের মধ্যে ১ম ধাপে ৪১ ঘর উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও এ পর্যায়ের আরো ১২৫ টি ঘরের কাজ চলমান রয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পর উপকার ভোগিদের মাঝে বিতরন করা হবে। ইতিমধ্যে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অনুকুলে ১ম পর্যায়ে ৩১২ টি, ২য় পর্যায়ে ১৫৩ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪১ টি সহ মোট ৫০৬টি ঘর প্রদান করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারী কমিশনার জিয়াউর রহমান(ভূমি)সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আশ্রয়ন দুই প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার নয়টি উপজেলার মোট ৪৫৩ টি ঘরের চাবি হস্তাস্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ১০০ টি, আলফাডাঙ্গা ৩৮ টি, নগরকান্দা ১০ টি, বোয়ালমারী ৪ টি, সালথা ৯৮ টি, মধুখালী ৪০ টি ভাঙ্গা ১৬৩ টি ঘরের চাবি উপকারভোগীদের মাঝে হস্তাস্তর করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।