ভাঙ্গায় মাতৃত্বকালীন সেবার উপর কর্মশালা অনুষ্ঠিত
মো: রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি-২০/৩/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দিনব্যাপী মাতৃত্বকালীন সেবার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চলা দিনব্যাপী কর্মশালায় বক্তারা সরকারি নানা সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা সম্মিলিত মাতৃত্বকালীন সেবা যাতে সঠিক ভাবে অসহায় ও হতদরিদ্রদের মাঝে পৌঁছে দেওয়া যায় তার উপর ব্যাপক আলোচনা হয। উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাইনুদ্দিন সেতু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সংবাদকর্মী প্রমুখ।