সদরপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় সদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম “বাংলাদেশ প্রেসক্লাব ” সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক সোবাহান সৈকত, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির তুহিন সহ চরভদ্রাসন, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। পরে মরহুম আব্দুল মজিদ মিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, এবং তাঁর আত্বার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার নামে সদরপুরে কোন রাস্থা বা ভবনের নাম করন করার দাবী জানানো হয়।
নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর