মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়কে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল হাসান প্রলয়ের বড় ভাই ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হোসেন প্লাবন , স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, দপ্তর সম্পাদক শামীমুর রহমান সোহাগ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কোতোয়ালি থানা ছাত্রলীগের শহর শাখার সভাপতি আশিকুর রহমান বিপ্লব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন।
সভায় বক্তারা অবিলম্বে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়ের মুক্তি দাবি করেন । তারা বলেন একটা সুনির্দিষ্ট মহল প্রলয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে হয়েছেন। ঘটনার দিন প্রলয় ওখানে উপস্থিত ছিল না সে বাড়িতেই ছিল। অথচ তাকে নিয়ে এই মিথ্যাচার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রলয় কে মুক্তি দেয়া না হলে আগামীতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানান।
উল্লেখ করা যেতে পারে গত ১৮/৯/২০২২ইং তারিখে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্রলীগ কর্মী সৌরভ মালকে ৪/৫ জন সন্ত্রাসী দ্বারা কুপিয়ে গুরুতর আহত করা হয়। উক্ত ঘটনায় গত ১৯/৯/২০২২ইং তারিখে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলোয়কে গ্রেফতার করে।
ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে আহত করার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয় কে পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন বর্ণিত ছাত্রলীগ কর্মী কে কুপিয়ে আহত করার ঘটনার সময় উক্ত আসামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। হয়রানীমূলক ভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করা হয়।