• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই- লাবু চৌধুরী এমপি

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে কোন দিন ভয় পায়নি আগামীতেও পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পাবে আওয়ামী লীগ ইনশাল্লাহ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংগঠণিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১ টায় সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাস্টারের সভাপতিত্বে এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কাইমদ্দিন মন্ডল, কাজী আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, মানোয়ার হোসেন মুন্নু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান তালুকদার পথিক, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ সরদার, সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির
সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০ জুন ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।