• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে আলফাডাঙ্গায় এ প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের জমিতে ব্রি-ধান ৮৯ জাতের চারা রোপণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া পশ্চিমপাড়া ধানের ব্লকে মেশিনের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ব্লকে ৫০ একর জমি সমলয় পদ্ধতিতে চাষাবাদ করাব টার্গেট করা হয়েছে। এর আগে ব্রি ধান-৮৯ এর জন্য ট্রে- তে চারা উৎপাদন করা করা হয়েছে। এরপর কৃষককে হাতে কলমে মেশিনের মাধ্যমে চারা রোপন করার পদ্ধতি ব্যবস্থাসহ সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকের আগ্রহ বৃদ্ধি করতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা লাগানোর ব্যবস্থা করেন উপজেলা কৃষি বিভাগ।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীর, মেহেদী হাসান ও রাকিবুল ইসলাম সহ ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা বলেন, কৃষি বিভাগের উদ্যোগে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সমলয় পদ্ধতিতে চলতি বোরো মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ধানের চারা রোপন শুরু হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহারের ফলে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে। উৎপাদনও বেশি হবে। এতে কৃষক লাভবান হবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।