কবির হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে আলফাডাঙ্গা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার আদর্শকে বুকে লালন করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম শিকদার, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী জসিমউদদীন কাকুল ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।