আলফাডাঙ্গায় মাস্ক ছাড়া বাজারে আসায় ৫ মহিলাকে জরিমানা করলেন ইউএনও
গত ২০ জুন শনিবার সকাল ১০টা সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আলফাডাঙ্গা বাজার (সদর)মাস্ক না থাকায় এস আই সানজিদা মণ্ডল এর নেতৃত্বে ৫ মহিলাকে গ্রেফতার করে, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে১৮৬০এর ২৭০ ধারা অনুযায়ী প্রত্যেকে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এরা হলেনঃ ১। কল্পনা রায় (৩২)স্বামীঃগোপাল গ্রামঃ কুসুমদী আলফাডাঙ্গা,২। রোজিনা বেগম (২২) স্বামীঃওলিয়ার রহমান গ্রামঃ বাকাঁইল আলফাডাঙ্গা ,৩। তানিয়া বেগম (২২) স্বামীঃ শরিফুল গ্রামঃ শেখপুর, বোয়ালমারী, ৪। মাফুজা আক্তার (১৮) পিতাঃ ইউনুস চৌধুরী মহিষার ঘোপ আলফাডাঙ্গা, ৫। সাদিয়া আক্তার (১৬) পিতাঃ সোহরাফ হোসেন গ্রামঃ মাগুরা, বোয়ালমারী।