• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে জিংঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরন শীর্ষক আলোচনা সভা

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জিংঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) শহরের টেপাখোলায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে হারভেস্ট প্লাস বাংলাদেশের সিবিসি প্রগ্রামের সহযোগিতায় আমরা কাজ করি-একেকে’র আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক। আমরা কাজ করি-একেকে’র প্রগ্রাম কো-অর্ডিনেটর এম এ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি (বীজ) ফরিদপুরের উপ-সহকারী পরিচালক সুলতানা পারভীন ও হারভেস্ট প্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী কৃষিবিদ জাহিদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লিডার মো: সাবু সর্দার,মো: কালাম ফকীর ।
সভায় প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক বলেন, পেটভরে শুধু খেলেই হবে না। তা অবশ্যই পুষ্টিকর হওয়া চাই। আর এর উৎস হতে পারে জিংঙ্কসমৃদ্ধ চাল। এজন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয়ের মাধ্যমে এর চাহিদা সরবরাহ করতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা কম নয়। এমন কাজে তাদের লাভজনক হওয়া যেমন অত্যাবশ্যকীয়, তেমনি নৈতিকতার বিষয়টিও সমান গুরুত্বের। তবেই সবার জন্য হবে কল্যাণকর।

সভায় হারভেস্ট প্লাসের সিভিসি প্রজেক্টের আওতাধীন বীজ ডিলার, খুচরা বীজ বিক্রেতা বীজ উৎপাদক,বীজ কোম্পানী এবং কৃষক লিডারসহ ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।