করোনা ভাইরাসের কারনে কর্মহীন গৃহকর্মী, মৃৎশিল্প, জেলে, ক্ষুদ্রব্যবসায়ী, প্রতিবন্ধী ও নিম্নমধ্যবিত্ত দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমেরিকা প্রবাসী আল মামুন এর প্রতিষ্ঠিত স্বে”ছাসেবী সংগঠণ বাংলাদেশ ফুড ব্যাংক।
বুধবার সকালে ফরিদপুর সেন্ট্রাল হাসপাতালের ক্যাম্পাসে বাংলাদেশ ফুড ব্যাংক ফরিদপুর জোনের ভলান্টিয়ার ডা. মো. এনামূল হক দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ৭৫জন অসহায় বিধবার মাঝে শাড়ী বিতরণ করেন।
ডা. মো. এনামূল হক জানান, বাংলাদেশ ফুড ব্যাংক ঢাকা, ফরিদপুর, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, মংমনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্’ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট শেমাই, ১ ব্যাকেট দুধ।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক এর সহযোগিতায় এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর নির্দেশনায় আদর্শ বালিকা উ”চ বিদ্যালয়ের শতাধিক দুস্’ শিক্ষার্থীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন।