নওগাঁর মান্দায় দুই কেজি গাঁজা সহ নেকবর আলী (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি। আটককৃত নেকবর মান্দা উপজেলার হার কিশোর গ্রামের মৃত দশরত আলী মোল্লার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওসি ডিবি কে এম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী ও এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার মান্দা থানাধীন ভাঁরশো ইউপির হার কিশোর গ্রামে হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির এএসআই ফেরদৌস আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, এবিষয়ে মান্দা থানায় আটক নেকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত)সামরিক দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব তারেকুর রহমান সরকার তথ্য নিশ্চিত করে জানান,নেকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নিয়ে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।