• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
নাগরপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যস্ত পুলিশ সদস্যরা 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন হাটে-বাজারের সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও মানুষদের ঘর মুখি করতে চলছে পুলিশের নিয়মিত টহল।

আজ সকালে নাগরপুর থানা পুলিশের একটি দল এসআই মামুন মৃধা এর নেতৃত্বে গয়হাটা বাজারে জনগণকে সচেতন করেন। অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকা জনসাধারণকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এছাড়াও উপজেলার হাট-বাজার গুলোরের দোকানী ও ক্রেতাদের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়, পুলিশ সদস্যরা তা বাস্তবায়ন করে তাদের দেখান।
এ বিষয়ে নাগরপুর থানার এসআই মামুন মৃধা বলেন, করোনার সৃষ্ট পরিস্থিতিতে যে শব্দের ব্যবহার আমরা করছি গ্রামের জনসাধারণ এর সাথে অপরিচিত। বেশির ভাগ লোকজনই এসব কথার অর্থ সঠিক ভাবে বুঝতে পারছে না। তাই আমরা তাদের সাধ্যমত বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যান্ড মাইক দিয়ে তাদের মত করে বোঝানোর চেষ্টা করছি। কেন অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ কেন ঘরের বাইরে বের হবেন না, সামাজিক দূরত্ব কি, কি ভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়। হাঁচি কাশির সময় কেন রুমাল বা হাত ব্যবহার করতে বলা হয়। সবান দিয়ে ২০ সেকেন্ড কেন হাত ধুতে বলা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন কি ভবে থাকা যায় এসব বিষয় গুলো তাদের বোঝানোর চেষ্টা করছি আমরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।