জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার কানাইপুর বাজারে আলুর পাইকারি আড়ত ও খুচরা দোকানে গতকাল সোমবার অভিযান পরিচালনা করা হয়।
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু বিক্রয় করা, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে আলুর ৩ জন পাইকারি আড়ত মালিককে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। পরে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত ফরিদপুর হিমাগারে আলুর মজুদ ও কোল্ড স্টোরেজ পর্যায়ে বিক্রয় তথ্য যাচাইসহ সাধারণ তদারকি করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সরকারি সিদ্ধানাত বাস্তবায়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এসময় মোঃ শাহাদাত হোসেন, জেলা বাজার কর্মকর্তা, মোঃ বজলুর রশিদ খান, ডিএসআই, সিভিল সার্জন অফিস এবং ফরিদপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে তদারকি কাজে সহযোগিতা করেন।