ভাঙ্গায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
307 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন লক্ষীপুর গ্রামের শহীদ মাতুব্বরের হত্যার আসামিদের পুনরায় গ্রেফতার করার দাবিতে আজ সকালে এক মানববন্ধন ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানিকদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য রাখেন আসলাম মাতব্বর, শাহজাহান মাতুব্বর, হামিদ মোল্লা, রাশেদ পাটাদার প্রমুখ।
বক্তারা বলেন গত ২১ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে শহীদ মাতুব্বর খুন হন। আর খুনের আসামিরা সম্প্রতি জামিনে বেরিয়ে এসে বাদীদেরকে হুমকি-ধামকি ও মৃত্যুর ভয় দেখাচ্ছে। ফলে বাদীরা মারাত্মক ভয়ের ভেতর দিয়ে বর্তমান সময় অতিবাহিত করছেন।
তারা অবিলম্বে আসামি আসলাম ,এনামুল, মঞ্জুখা সহ অন্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।