সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে দুই চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে চাউল বিক্রয় করার দায়ে এ জরিমানা দায়ের করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অসাধু ব্যবসায়ীরা হলেন, কৃষ্ণপুর বাজারের দীপক ভদ্র ও নিবাস দাস।
স্হানীয় জনগন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পূরবী গোলদার কে জানালে তাৎক্ষনিক তিনি নির্দেশ দেন বাজার মনিটরিং করতে। মনিটরিংকালে চাউল এর উর্দ্ধগতি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজল চন্দ্র শীল বলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের দুই ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদেরকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ সময় বাজারের অন্যন্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান।