মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“মাদক’কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই স্লোগানে ফরিদপুরের সালথায় মো: ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মো: মাহতাব মৃধার সৌজন্য শুক্রবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে গোপালপুর ফুটবল টিমের কাছে ১- ০২ গোলে হুসাইন ফুটবল ক্লাব জয়লাভ করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, সমাজসেবক মানিক মাতুব্বর, খোরশেদ খান, মো: সায়েম মিয়া (টিটন) প্রমুখ।
এসময় বিজয়ী টিম হুসাইন একাদশকে একটি ফ্রিজ ও রানার্স আপ টিম গোপালপুর একাদশকেও একটি ফ্রিজ পুরুস্কার প্রদান করা হয়।
পুরুস্কার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আপনার মাঝে মাঝেই খেলার আয়োজন করবেন আমি আপনাদের পাশে থেকে সবসময় সহোযোগীতা করবো। আপনাদের সাথে নিয়েই সালথা-নগরকান্দাকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।
২০ অক্টোবর ২০২৩