আলফাডাঙ্গা প্রতিনিধি
” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলা উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র আয়বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, গোপালপুর ইউপি চেয়ারম্যার খান সাইফুল ইসলাম, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক জাকির হোসেন,সহকারী অধ্যাপক এ ইউ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস,বিশিষ্ট সমাজ সেবক মোনায়েম খান প্রমুখ।
অতিথিরা ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এরপর মেলায় বিভিন্ন স্টল প্রদর্শন করেন তারা।
শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে পরিবার নিয়ে কলেজ মাঠে ঘুরে বেড়ানো দেখা গেছে।মেলাকে ঘিরে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল।
মোট ১২টি স্টলের মধ্যে কয়েকটি স্টলে জুলাই-আগস্টের বিভিন্ন র্প্রদর্শনী বই, কৃষি সেবা, স্বাস্থ্য সেবাসহ নানারকম স্টলের পাশাপাশি এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের হরেক রকমের পিঠার সমারোহ।