মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের অন্যতম বিদ্যাপীট বড় খারদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ মাহাতাব হাবিব মিল্টন। সৈয়দ মিল্টন উপজেলার বড়খারদিয়া মিরপাড়া এলাকার মরহুম সৈয়দ ইচহাক হোসেনের পুত্র। মরহুম সৈয়দ ইচহাক হোসেনও অত্র বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
শনিবার সকালে বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভায় প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমানের উপস্থিতিতে সদস্যদের প্রস্তাব ও সমর্থনে আর কোন সভাপতি প্রার্থী না থাকায় সৈয়দ মাহাতাব হাবিব মিল্টন কে অত্র বিদ্যালয়ে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি সিদ্দুকুর রহমান, সদস্য সচিব প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তপু বিশ্বাস, সাধারণ অভিভাবক সদস্য মোঃ আবুল হাসান, মোঃ ইমান আলী খন্দকার, সৈয়দ মেহেদুজ্জামান, সৈয়দ সাহিদুজ্জামান, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য বিথী বেগম, সমাজ সেবক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সৈয়দ মাহাতাব হাবিব মিল্টন বলেন, বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করাই আমার মূল লক্ষ্য।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিনসহ যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২১ আগষ্ট ২০২২