আলফাডাঙ্গায় আছমক প্রাইভেট কোম্পানীর ত্রাণ বিতরণ
কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফা ডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া মহল্লার জাকির মিয়ার ছেলে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে প্রতিষ্ঠান”আছমক প্রাইভেট কোম্পানী লিঃ এর নিজস্ব অর্থায়নে ২০এপ্রিল সোমবার সকালে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় ও বিধবা মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, ইউপি সদস্য শরিফুল ইসলাম সতেজ , সাবেক ইউপি সদস্য রফিক হোসেন , ইউনিয়ন সচিব ইউনুস আজাদ ,বিল্লাল শিকদার ও শাহ আলম সহ অন্যান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন । প্রসঙ্গঃএকশ পঁচিশ জন লোকের মাঝে এ ত্রাণ দেওয়া হয়েছে।