ফরিদপুর ইব্রাহিমদী হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরের ইব্রাহিমদী হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার উদ্যোগে বুধবার সকালে মাদ্রাসা প্রাংগনে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আরিফ,মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন,বর্ণমালা স্কুল এর পরিচালক জাহিদুল ইসলাম এবং সহকারী প্রধান সুপার ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী ।
মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন বলেন, আমরা প্রতিবছর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রতনপুর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদুর রহমান স্যারের আন্তরিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে থাকি।
এছাড়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে আমরা মাদ্রাসার উদ্যোগে উপবৃত্তির ব্যবস্থা করে থাকি।