কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ আটক-২
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি সজল কুমার সরকারের নেতৃত্বে র্যাব ১২ ‘র একটি চৌকষ অভিযানিক দল গতকাল রাত ১০.১০ টায় ‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন পৌরসভার বাধপাড়া গ্রামস্থ শান্তর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করা অবস্থায় দড়িপাড়া এলাকার মৃত আশিক মন্ডল ছেলের মামুন রেজা ও গরুড়া কলেজ বাজার এলাকার আঃ ওয়াহেদ ছেলে আবুল কালাম আজাদকে দেহ জিজ্ঞাসাবাদ ও দেহতল্লাশী করাকালে ১৬৭ বোতল ফেন্সিডিল, গাঁজা ১ কেজি এবং মোটরসাইকেলসহ দুজনকে আটক করে র্যাব-১২। পরে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আটককৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।