গত ১২ ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে জেলা সদর থেকে ভাজনডাঙ্গা, সাদিপুর হয়ে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়কটি বন্ধ রয়েছে।
ওই সড়কের বেশ কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে রয়েছে।
সোমবার সকাল ৭.৩০ টার দিকে ফরিদপুর শহরের বর্ধিত পৌরসভার ২৫নং ওয়ার্ডের একটি পাকা সড়কের ৩০ ফুটের বেশি জায়গা পানির চাপে ভেঙে গেছে। তীব্র বেগে ছুটছে পানি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার ৩০টি ইউনিয়নে মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। তাদের জন্য সরকারি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ২শ মেট্রিকটন চাল ও নগদ তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শহররক্ষা বাধের যে অংশ ভেঙে গেছে সেটা মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সেখানে বালিভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার করা হচ্ছে যেন আর না ভাঙে।
তিনি বলেন, জেলার নিম্নাঞ্চলের অনেকগুলো সড়কে পানিতে নিমজ্জিত হওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৩ সেন্টিমিটার বেড়ে এখন বিপদসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।